Find answers to the most common queries here.
NetPayBD একটি অটো পেমেন্ট ভেরিফিকেশন সিস্টেম, যেখানে bKash, Nagad, Rocket, Upay ব্যবহার করে পেমেন্ট ভেরিফাই করা যায়।
আপনি netpaybd.com ওয়েবসাইট থেকে অ্যাপের APK ফাইল ডাউনলোড করতে পারবেন।
নতুন ব্যবহারকারীদের জন্য ২ দিনের ফ্রি ট্রায়াল প্ল্যান দেওয়া হয়। Signup করলেই পাবেন।
প্ল্যান পেইজ থেকে আপনার প্রয়োজনীয় প্ল্যান বেছে নিয়ে নির্দিষ্ট মোবাইল নম্বরে পেমেন্ট করে TrxID দিয়ে ভেরিফাই করতে হবে।
রিসেলার অ্যাকাউন্টের জন্য আলাদা আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং অ্যাডমিন যাচাই করে একাউন্ট অ্যাক্টিভ করে থাকেন।
পেমেন্ট করার পর TrxID কপি করে অ্যাপে নির্ধারিত ইনপুট বক্সে দিয়ে “Verify” বাটনে ক্লিক করুন।
হ্যাঁ, এটি Sketchware Pro এবং SWB ব্লক প্রজেক্টে সম্পূর্ণ সাপোর্ট করে।
সঠিক TrxID ও পেমেন্ট নাম্বার ব্যবহার করছেন কিনা নিশ্চিত হয়ে ওয়েবসাইট এ কনট্রাক্ট পেইজ থেকে এডমিন দের সাথে যোগাযোগ করুন।
মেয়াদ শেষ হলে সার্ভিস বন্ধ হয়ে যাবে এবং পুনরায় প্ল্যান কিনে একাউন্ট এক্টিভেট করতে হবে।
আপনি আমাদের ওয়েবসাইটের কনটাক্ট পেইজে Whatsapp বা Email এর মাধ্যমে ২৪/৭ সাপোর্ট পেতে পারেন।
হ্যাঁ, আপনি একাধিক সাইটে একই NetPayBD API ব্যবহার করতে পারেন, তবে প্রতিটি সাইটে আলাদা ট্র্যাকিং সেটআপ করা হবে।
সাধারণত ১ থেকে ৫ সেকেন্ডের মধ্যে TrxID যাচাই হয়ে যায় যদি সবকিছু ঠিক থাকে।
দুঃখিতভাবে জানাতে হচ্ছে যে NetPayBD টাকা ফেরত বা রিভার্স করতে পারবে না।টাকা পাঠানোর আগে অবশ্যই নম্বর যাচাই করে নিন।
আপনি NetPayBD অ্যাপটি মধ্যে Api Generate পেইযে আপনার যাবতীয় তথ্যগুলা দিয়ে Button ক্লিক করলে সব কিছু সঠিক থাকে সাথে সাথে Apikey পাবেন।
একটি অ্যাকাউন্ট, একটি একটিভ API KEY, এবং আপনার একাউন্ট এর USERNAME POST/GET পদ্ধতি ব্যবহার করে API কল করার ব্যবস্থা।